শিরোনাম

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৮

বরগুনায় মুরগির খোপ থেকে বেরিয়ে এলো সাড়ে ছয় ফুট লম্বা অজগর

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

বরিশাল অফিস:;বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি বসত বাড়ির মুরগির খোপ থেকে সাড়ে ছয় ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপে অজগরটি অবমুক্ত করা হয়।

জাকির মুন্সি বলেন, ছোট টেংরা গ্রামের আব্দুর রহিমের বসতবাড়িতে মুরগির খোপে হঠাৎ একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বাড়িতে আসতে বলেন। আমি দ্রুত ওই বাড়িতে গিয়ে মুরগির খোপ থেকে সাড়ে ছয় ফুটের একটি অজগর উদ্ধার করি। পরে বনবিভাগের কাছে অজগরটি হস্তান্তর করা হয়। সন্ধ্যার আগে অজগরটি বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করা হয়।

আব্দুর রহিম বলেন, প্রথমে ঘরের নারীরা মুরগির খোপে সাপটি দেখতে পান। পরে আমাকে খবর দিলে আমি জাকির মুন্সিকে এনে সাপটি উদ্ধার করি।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জাকির মুন্সি অজগর উদ্ধার করে আমাদের খবর দেয়। পরে আমরা তাকে সঙ্গে নিয়ে অজগরটি বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করি।