শিরোনাম

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০৩

চরফ্যাসনে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF

বরিশাল অফিস:: ভোলার চরফ্যাসনে বিষাক্ত সাপের কামড়ে ইয়ামিন(৫) বছর বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডর এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মেলেটারী জানান, শিশু ইয়ামিন নিজবাড়ির পুকুরে মামার সাথে মাছ শিকারে যান। ওই সময় পানির থেকে শিশু ইয়ামিনকে বিষাক্ত সাপে কামড় দেয়। শিশুর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন হাসপাতালে কর্মরত সাব- অ্যাসিন্টেট কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই শিশুটি বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয়েছে।